প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ২০:২৬
চট্টগ্রামে অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য: থানা থেকে লুট হওয়া রিভলবার ও গুলি উদ্ধার
চট্টগ্রামের পাহাড়তলী থানার কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি এলাকা থেকে দু’টি বিদেশি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ এসব অস্ত্র এবং গুলি থানায় লুট হয়ে গিয়েছিল বলে জানা যায়।
|আরো খবর
পুলিশের একাধিক সূত্রে জানা যায়, বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে প্রায় এক ঘণ্টা ব্যাপী অভিযানের মাধ্যমে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানিয়েছেন, “কাস্টমস একাডেমির পাশের ঝোপঝাড় এলাকায় অপরাধীরা নিয়মিত যাতায়াত করে। স্থানীয়রা এই এলাকাটিতে অভিযানের জন্য আমাদের অনুরোধ করেছিলেন। অভিযান চালানোর সময় আমরা কাউকে আটক করতে পারিনি, তবে সেখানে পরিত্যক্ত অবস্থায় দু’টি রিভলবার এবং ১৬ রাউন্ড বুলেট উদ্ধার হয়েছে। অস্ত্রগুলোর গায়ে ‘মেইড ইন জার্মানি’ লেখা রয়েছে। আমরা নিশ্চিত হয়েছি, এগুলো থানা থেকে খোয়া গিয়েছিল, তবে সেগুলো সন্ত্রাসীদের হাতে পৌঁছেছিল কিনা, তা শনাক্তের চেষ্টা চলছে।”
এদিকে, পুলিশ জানিয়েছে, অভিযানে আসার আগেই সাবেক এমপি তুহিন আত্মগোপন করে পালিয়ে গেছেন। পুলিশের ধারণা, সাবেক এমপি এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত থাকতে পারেন।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে না পারলেও, পুলিশ ওই এলাকা এবং আশপাশের এলাকাগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য তৎপর রয়েছে। এই ঘটনায় স্থানীয় জনগণ উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
এভাবে থানা থেকে অস্ত্র লুট হওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ আশা করছে, তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হবে।